🎯 নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - RAJUK Uttara Model College
✅ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (Part-Time)।
📌 পদের নাম | প্রজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল) |
---|---|
🧑💼 পদসংখ্যা | ০১ |
🎓 শিক্ষাগত যোগ্যতা |
- যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে BSc ইন Civil Engineering পাস। - Multi Purpose Steel Structure High-rise Building নির্মাণে অভিজ্ঞতা থাকতে হবে। - অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়াররাও আবেদন করতে পারবেন। |
📅 বয়স |
সর্বোচ্চ ৩২ বছর (২৫ এপ্রিল ২০২৫ অনুযায়ী)। অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। |
💰 বেতন | আলোচনা সাপেক্ষে |
📝 দরখাস্ত পাঠানোর শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৫
📨 দরখাস্তে যা যা দিতে হবে:
- সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (CV): নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি।
- সকল সনদপত্র ও অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্রের কপি।
- পূর্বের প্রজেক্টের বিস্তারিত বিবরণ।
- প্রত্যয়নপত্র: চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলরের নিকট হতে আদালত-মুক্তি প্রত্যয়ন।
📧 আবেদন পাঠাতে হবে:
অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ বরাবর
ইমেইলে: career@rajukcollege.edu.bd
📍 মৌখিক পরীক্ষা: ৩০ মে ২০২৫ সকাল ১০:০০ টা
💡 টিএ/ডিএ প্রযোজ্য নয়
📢 কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
🗓️ বিজ্ঞপ্তির তারিখ: ১৩ এপ্রিল ২০২৫