ম্যাজিষ্ট্রেটের অফিসে ২৬৫৯০ বেতনে HSC পাসেই চাকরি দিচ্ছে

 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সংক্ষিপ্ত বাছাই কমিটি ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর কার্যালয়, নাটোর

স্মারক নং: সিজেএম/নিয়োগ/নাটোর/২৫৪
তারিখ: ১৮/০৩/২০২৫

জেলা ও দায়রা জজ, নাটোর মহোদয়ের অনুমোদনক্রমে নাটোর জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিম্নবর্ণিত পদে স্থায়ীভাবে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।

Apply Link - www.forms.gov.bd/job


পদসমূহের বিবরণ

ক্রমিক নংপদের নামপদ সংখ্যাবেতন স্কেলশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
অফিস সহায়ক০২৮,২৫০ - ২০,০১০/- টাকান্যূনতম এসএসসি বা সমমান পাশ
জুডিশিয়াল সহকারী০৩১০,২০০ - ২৪,৬৮০/- টাকান্যূনতম এইচএসসি বা সমমান পাশ
জুডিশিয়াল পেশকার০১১৩,০০০ - ২৩,৪৯০/- টাকাসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
স্টেনোগ্রাফার০১১১,০০০ - ২৫,৩৫০/- টাকা- ন্যূনতম স্নাতক ডিগ্রি


শর্তাবলী:

১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. ১০/০৪/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
৩. প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে (মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।
৪. আবেদন করতে হবে www.forms.gov.bd/job ওয়েবসাইটের মাধ্যমে।
৫. আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২ কপি) সংযুক্ত করতে হবে।
৬. ৩ মাসের শিক্ষানবিশ (Probation) মেয়াদ শেষে প্রার্থীদের স্থায়ী করা হবে।
৭. লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য বিবেচনা করা হবে
৮. নির্বাচিত প্রার্থীদের নাটোর জেলায় দায়িত্ব পালন করতে হবে
৯. নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Apply Link - www.forms.gov.bd/job





আবেদনের পদ্ধতি

✅ আবেদন করতে হবে অনলাইনেwww.forms.gov.bd/job
আবেদনের শেষ তারিখ: ১০/০৪/২০২৫
যোগাযোগ: চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়, নাটোর

📢 সরকারি চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন!

Apply Link - www.forms.gov.bd/job


Previous Post Next Post

Contact Form