ভিডিও ফুটেজ থেকে দেখা গিয়েছে এখনো ভেঙ্গেই চলেছে বাড়িটি। উপরের অংশ পুরোটা ভেঙ্গে গিয়েছে অলরেডি। দূর থেকে যা বোঝা যায়, একদম যবক হাতুরী কুড়াল দা বটি যা আছে সব দিয়ে হাত দিয়ে পিটিয়ে গুড়িয়ে দিচ্ছে এই বাড়িটি। সবাই শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে কিন্তু কেউ নিশ্চিত হতে পারছে না যে, এরা কারা!