পল্লী বিকাশ কেন্দ্র Job দিচ্ছে Bike চালাতে জানলেই যেখানে স্থায়ীকরনের পুর্বে শুরুতেই বেতন ৬৫০০০ স্থায়ীকরন হয়ে গেলে ৭৮৫৫০ হবে


পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে)


জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

এমআরএ সনদ নং :-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০


পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল, কর্মঠ এবং অভিজ্ঞ প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

Apply Link

পদের নাম: জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)

পদ সংখ্যা: ০২


প্রধান দায়িত্ব-কর্তব্যসমূহ:


সংস্থার নীতিমালা ও বার্ষিক বিজনেস প্লান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত জোনের সার্বিক ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করা ।

দাখিলকৃত ঋণ আবেদনের কাগজপত্র যাচাই, আবেদনকারীর বাড়ী/প্রকল্প পরিদর্শন ও যাচাই করে প্রযোজ্যতা অনুযায়ী ঋণ অনুমোদন দেয়া ।

মাসিক পরিকল্পনা মাফিক শাখা ও এরিয়া অফিস পরিদর্শন করে সংশ্লিষ্ট লেজার, ভাউচার, রেজিষ্টার ও অন্যান্য কাগজপত্র যাচাই করা ।

জোনভূক্ত শাখা গুলোর সকল কর্মীদের দৈনন্দিন কাজকর্ম পরিকল্পনা অনুযায়ী সম্পাদন নিশ্চিত করা ।

দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদনসহ এমআইএস ও এআইএস প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরী এবং চাহিদা মোতাবেক প্রধান কার্যালয়ে প্রেরণ করা ।

দায়িত্বপ্রাপ্ত জোনের বার্ষিক বাজেট, তহবিল ব্যবস্থাপনা এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরী ও অনুমোদন পরবর্তীতে যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা ।

শাখা ও পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে সমস্যাসমূহ সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা ।

নীতিমালা অনুযায়ী শাখা/এরায়ার বিল ভাউচার সহ অন্যান্য বিষয়ে অনুমোদন করা।

ব্যাংক হিসাব পরিচালনা করা এবং ঋণ বিতরণ, আদায় ও আয় ব্যয়ের ফলোআপ করা।

খেলাপি আদায় এবং কর্ম এলাকা সম্প্রসারণে ভূমিকা রাখা । শাখা ও এরিয়া পর্যায়ে বিবিধ মিটিং আয়োজন/সম্পাদন এবং মিটিং মিনিটস যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা

সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্মএলাকায় জনসংযোগ বৃদ্ধি করা। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা ।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে। শিক্ষাজীবনে কোন তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয় ।

Apply Link



অভিজ্ঞতা: এমআরএ সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ সহযোগী যেকোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ২০টি শাখা ও ৮০-১০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনায় নূন্যতম ২ বছরের  বাস্তব অভিজ্ঞতাসহ কমপক্ষে সর্বমোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।


অন্যান্য যোগ্যতা ও দক্ষতা:


বয়স: অনুর্ধ্ব ৪৮ বছর।


প্রার্থীদের মোটর সাইকেল চালানো, নিজের মোটর সাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক ।

কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক ।

মাইক্রোফিন ৩৬০ অথবা ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনার দক্ষতাকে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হবে ।

শিক্ষানবিশকাল ০৬ মাস । তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে ।

বেতন-ভাতা: মাসিক বেতন-ভাতা স্থায়ীকরণের পুর্বে ৬৫,০০০/= টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো মোতাবেক ৭৮,৫৫০/= টাকা প্রদান হবে । মাসিক ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনের অর্ন্তভূক্ত নয় ।


অন্যান্য সুবিধা: চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভূক্ত করা হবে। স্থায়ী কর্মীগণ সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধা প্রাপ্য হবেন ।

Apply Link


আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটেরকপি,অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ১০.০৩.২০২৫ ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।


বি:দ্র: চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানকালে শুধুমাত্র সংস্থার প্রধান কার্যালয়ে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে, যা কর্মীর চাকুরী শেষে সংস্থা ত্যাগকালে সংস্থার নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরত প্রদান করা হবে। এছাড়াও রক্ত সম্পর্কীয় একজন আত্মীয় জামিনদার হিসেবে দিতে হবে। কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনপ্রকার ভাতা প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।

Apply Link


Previous Post Next Post

Contact Form