ফায়ার টর্নেডো হচ্ছে এমন এক টর্নেডো যার মধ্যে আগুন তীব্রভাবে ঘুর্নী খেলতে থাকে। একে শয়তানের নিশ্বাসও বলা হয়। ড্রাগন যেভাবে সব আগুনে পুড়ায় ঠিক সেভাবেই পোড়ায় এই ফায়ার টর্নেডো।
এখন ফায়ার টর্নেডো প্রায় অংশেই এক্টিভ আছে এবং এর পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে লস এঞ্জেলসের অধিকাংশ অংশেই
এই মুহুর্তে আগুন লস এঞ্জেলেসের প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ এরিয়া একদম পুড়িয়ে ফেলেছে। এখনো আগুন নেভার কোন নাম গন্ধ নেই। বাকি ২০ থেকে ২৫ ভাগ এরিয়ে পুড়ে ছাই হয়ে যাবে আগামি ২৪ ঘন্টার মধ্যেই। তারপর আগুন তার পার্শবর্তী এরিয়াতে বিচরন করা শুরু করবে। পুরো লস এঞ্জেলেস এখন জাস্ট একটা নরক।