গনমাধ্যেমে নানা ভাবে ছড়িয়ে ভুল খবরে ভরে গিয়েছে লস এঞ্জেলসের আগুন সম্পর্কে। বলা হচ্ছে যে, আগুন আরো ভয়াবহ আকৃতি ধারন করেছে। কিন্তু আসল ঘটনা সম্পুর্ন ভিন্ন। কিছুক্ষন আগে আমার এক বন্ধু সেখান থেকে ভিডিও কলে আমাকে সব দেখালো। যা দেখলাম তাতে বুঝলাম, আগুন প্রায় নিভেই গিয়েছে। কিছু কিছু বিচ্ছিন্ন স্থানে আগুন জ্বলতেছে কিন্তু জটিল কিছুনা। তাই, খবরে যে বলা হচ্ছে আগুনে পুড়ে আরো খারাপ হচ্ছে অবস্থা সেটা সঠিক নিউজ না। আগুন বলতে গেলে এখন আর নেই ই। তবে আগুনের পর ত্রান দিচ্ছে সবাই মিলে। ত্রান এত বেশি উঠেছে যে, বাংলাদেশের মত দেশ মাস খানেক বসে খেতে পারবে।