ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দেশটি। রাসুলুল্লাহ সাঃ বলেই গিয়েছেন এই সময় কেয়ামতের আলামত শুরু হবে। নবীজির (সঃ) সেই বানীর সত্যটা মিলতে শুরু করেছে সৌদিতে। কারন গত কয়েক দিন ধরে বন্যা বৃষ্টিতে দেশটিকে গিলে ফেলার ধান্ধা করতেছে। তাই সবার একই কথা, সৌদি দিয়েই শুরু হয়ে গিয়েছে কেয়ামত