ঘটনাটি ঘটেছে বগুরায়। কুপিয়ে এই হত্যাযজ্ঞ চালানো হয়। নিশিন্দারা পশ্চিমপাড়ায় ঘটেছে এই হত্যাকান্ড। সমন্বয়কের পুরো নাম সাকিব খান সায়িদ। তাকে ফোন করে রাতে ডেকে নিয়ে ডেকে নেয়া কে বা কারা। অনেকক্ষন না ফিরায় বাড়ির লোকজন তাকে খুজতে বের হয়। অতপর সাকিবকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় খুজে পায় পরিবার। হাসপাতালে নিলেও তাকে বাচানো যায়নি।