ঘটনাটি আসলেই সত্যি। নওগাতে নদীর পাড়ে ছিল একটি চালতা গাছ। প্রতিদিন মানুষ গাছটিকে নদীর পাড়ে দেখেই অভ্যস্ত। কিন্তু একদিন সকালে এসে দেখে গাছটি আর সেখানে নেই। কেউ কেটেও ফেলেনি। আসলে গাছটি হেটে চলে গেছে অন্য স্থানে। পরে মানুষ সেটা আবিষ্কার করে। কেন কিভাবে গাছ চলে গেল কেউ এর কারন খুজে পায়নি এখনো।