এটা রাজলক্ষী কমপ্লেক্স এরিয়া। এখানে আছে প্রায় ৯০০ এর বেশি বিশাল বিশাল দোকান। আপনি যদি ১০ থেকে ১৫ টা দোকানে ঘুরে ঘুরে দোকানের মালিককে বলেন যে, আপনার একটা চাকরি খুব দরকার, তাহলে ১ চাকরি নিশ্চিত পেয়ে যাবেন। আর যদি ২ হাতে কয়েকটা শীতের পোশাক নিয়ে দাঁড়িয়ে থাকেন ২ ঘন্টা তাহলে ২০০০ টাকা লাভ করে বাসায় ফিরতে পারবেন। কিন্তু আমাদের নাক উচু স্বভাব, এসব আমাদের করতে লজ্জা লাগে। হায়রে লজ্জা।