স্কুলে কাজ করবেন? শিক্ষকতা না স্কুলের কল সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ শিক্ষার্থীদের জন্য দারুন হবে এই চাকরি টি কারন ১৫০০০ সেলারি ও ভাতা

 একটি স্কুলের কল সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কল সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ কি সেটা কি আপনি জানেন? এটা খুবই ইজি হবে যদি বলি কল সেন্টারে কাজ। কিন্তু এটা যেহেতু একটা স্কুলে সেহেতু এটাকে সরাসরি কল সেন্টারের কাজ বলা ঠিক হবেনা। কিন্তু কাজের ধরন একই। অর্থ্যাত স্কুলের একটা কাষ্টমার কেয়ার নাম্বার আছে। সেখানে শিক্ষার্থীদের অভিভাবক ও অন্যান্য যাদের দরকার তার কল দিয়ে থাকে। আপনার কাজ হবে সেই কলগুলো ধরা এবং কলকারিকে তার চাহিদামত সেবা প্রদান করা বা সেবা পাবার নির্দেশনা দেয়া।

যাইহোক, যদি এই কাযে আপনার আগ্রহ থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে এপ্লাই করে জয়েনিং এর যাত্রা শুরু করে দিতে পারেন নির্ধিধায়। কাজটা খুবই ভাল এবং সহজ এবং আপনার জন্য পার্ফেক্ট হবে।
Previous Post Next Post

Contact Form