কি কি ঘটিয়েছে কুমির?

না, এখনো পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে সেই নদীতে আশপাশের গরিব মানুষেরা মাছ ধরতেন এবং তাদের জীবন নির্বাহ করতেন। কিন্তু তারা এখন আর নদীর পারে আসার সাহসও পাচ্ছেনা। গোসল করতে নেমেছিল কিছু নারী। হঠাত কুমির দেখে হাউমাউ করে চিৎকার করতে করতে বাড়ি ফেরে তারা। 

Comments