ইন্সপেক্টর বলতে আমরা সবাই পুলিশের ইন্সপেক্টর বলে বেশি বুঝে থাকি। কিন্তু ইন্সপেক্ট যে পুলিশেই থাকতে হবে ব্যাপারটা কিন্তু তেমন কিছু নয়। প্রায় সব অফিসেই এক দুজন ইন্সপেক্টর থাকে যার কাজ হচ্ছে ইন্সপেকশন করা। এমনি এক বিজ্ঞপ্তি ছেড়েছে সরকারি এক অফিস। পুরো সার্কুলারে আরো অনেক পদ আছে। তবে পদগুলোর মধ্যে সিরিয়ালের ১০ নম্বর পদটি হচ্ছে পরিদর্শক বা ইন্সপেক্টর পদের জন্য। এখানে ক্লিক করে ১০ নং পদটি সিলেক্ট করে এপ্লিকেশন জমা দিন