সবার আগে যে ব্যাপারটি আপনার জানা দরকার সেটি হচ্ছে, শুক্র শনিবারের এইসব কাজ শুধুমাত্র তারাই করতে পারবেন যারা অলরেডী কোন ব্যাংকে চাকরিরত আছেন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যাংকের সাথে আগের থেকেই কাজের পুর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। যদি এমন হয় যে, আপনি আগে কোন কাজও করেননি আবার কোন ব্যাংকের সাথে আপনার কোন কাজের ইতিহাসও নেই, সেক্ষেত্রে আপনাকে ভিন্ন উপায়ে এই কাজ পেতে হতে পারে। যদিও সেই ভিন্ন উপায় সবার জন্য সহজ না। ভিন্ন উপায়টি হল, আপনার পরিবারের কেউ একজন থাকতে হবে যে কোন এক ব্যাংকে কাজ করেন। আপনি তাকেই বলবেন আপনি শুক্র শনিবার ব্যাংকে কাজ করতে চান। তার ব্যাংকে যদি এই ধরনের কাজের উপায় থাকে তবে তিনি আপনাকে সাহায্য করতে পারবেন। আর যাদের আগেই অন্য ব্যাংকের সাথে কাজের ইতিহাস আছে তারা জাষ্ট সেই ব্যাংকে গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করে এই কাজ নিতে পারবেন। তবে মনে রাখবেন, সেই ব্যাংকের সাথে আগেই কাজের ইতিহাস না থাকলে সেখানে নতুন মুখ গেলে কোন কাজ পাবেন না।