ঘটনাটি ঘটেছে ফেনির ছাগলনাইয়াতে। সেখানে সীতাকুন্ডের আকিলপুরে একটি সৈকত আছে। ৬ বন্ধু মিলে গিয়েছিলো সেখানে বেরাতে। ফেরার পথে এক সব্জির ট্রলি সম্ভবত তার সাথে ধাক্কা লেগে রাস্তার একদম মধ্যে পড়ে যায়। ঠিক তখনই একটি ট্রাক আসছিলো তীব্র গতিতে। পিশে একদম মুহুর্তেই শেষ হয়ে যায় ২ জন। বাকিরা আহত।