চিন্ময়কে গ্রেফতারের ব্যপক প্রতিবাদ হয়েছে ইন্ডিয়াতে। সেই প্রতিবাদের রেশ ধরেই আগামি সোমবার প্রতিবাদকারী জনগন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে এসে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়া সকল খাদ্যপন্যের ট্রাক আটকে দিবে। তাদের দাবি চিন্ময়কে বিনাশর্তে মুক্তি দিতে হবে তানা হলে শুধু রপ্তানী বন্ধ হবে যে তানা, সাথে বন্ধ করে দেয়া হবে বাংলাদেশকে আর ভিসা দেয়া। এসবের কারনে আগামি সোমবারের আগেই বাড়তে শুরু করেছে নিত্যপন্যের দাম।