হাতিল ফার্নিচারের দোকানে ১৪ তারিখের আগে Apply করে কাজ নিন

 

হাতিল ফার্নিচার (শান্তিনগর ও কাকরাইল শোরুম)

পদের নামঃ সিনিয়র সেলস এক্সিকিউটিভ

সুপার ব্র্যান্ড হাতিল ফার্নিচার এর শান্তিনগর শোরুম ও কাকরাইল শোরুম এর জন্য মেধাবী,সুদর্শন, চঞ্চল পুরুষ ও মহিলা, সিনিয়র সেলস এক্সিকিউটিভ পদে জরুরি ভিত্তিতে সরাসরি নিয়োগ দেয়া হইবে।

১. শিক্ষাগত যোগ্যতা : যে কোন এনলিস্টেড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর
২. সেলস এবং আইটিতে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৩. যোগ্যতার ভিত্তিতে বেতন, বোনাস, সেলস কমিশন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে।
৪. আবেদনকারীকে অবশ্যই ঢাকায় বসবাসরত হতে হবে।

আগ্রহী প্রার্থীগনকে  আগামী ১৪ই নভেম্বর এর মধ্যে jobhatil@gmail.com মেইলে আপডেটেড ছবি সহ সিভি প্রেরণ করার জন্য আহ্বান করা হলো।

বি : দ্র : যে কোনো আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবেন।

Previous Post Next Post

Contact Form