চিটাগং এর ইলিশ ধরার জেলেরা অপেক্ষায় ছিলেন মাছ ধরবে কারন ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল। কিন্তু কে বা কারা ধরিয়ে দিয়েছে আগুন। সাজানো গুছানো সবকিছু ছিল। এখন জাহান্নামের আগ্নেয়গিরির পুড়া ছাই ছাড়া আর কিছু নেই। হাজার কোটি টাকার নৌকা ট্রলার আর মাছ ধরার জাল পুড়ে শেষ। সব জেলে আর তাদের পরিবার কাদছে অঝোড়ে।