মুলত কক্সবাজারের কুতুবদিয়াতে এই ঘটনাটি ঘটেছে। সেখানে রাস্তার পাশেই আছে এক বিশাল পুরোনো পুকুর। পুকুরটি এমনভাবে রাস্তার পাশেই অবস্থিত যে, যেকেউ একটু অসাবধান হলেই পা পিছলে পড়ে যাবে। ফলে অনেক শিশুই পড়ে যায়। এবং আহত নিহত হয়। গত ৬ বছরে এই পুকুরে ১১ শিশু মারা গিয়েছে