প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, ভারতে এবার ঠান্ডার তীব্রতা ১১ ডিগ্রিতে নেমে এসেছে এখনই। আসল শীতকার এখনো আসেইনি। অন্যদিকে শীতের সময় পুরো ভারতের মানুষ কাঠ খড় এমন ভয়ংকর ভাবে পুড়াতে আরম্ভ করে যে, সেটাকে এক ধরনের পাগলামী বলা যায়। এসব পুড়ানোর ফলে আর গাড়ীর কালো ধোয়া কোয়াশার মধ্যে আটকে গিয়ে এক ভয়ংকর গোমট সিচুয়েশন বানিয়ে রেখেছে।