২ জন চোরকে প্রথমে কিছুক্ষন ২ হাত ভরে পিটিয়েছে জনগন। তারপর গাছের সাথে বেধেছে। বাধার পর কিছুক্ষন আরো মেরেছে। এমন ভাবে সবাই মিলে অত্যাচার করেছে যেন, চোর ২ জন কোন সার্কাসের মাইর খাওয়ার দৃশ্যে অভিনয় করতেছে। এর পরের ঘটনা আরো নাটকীয়। চোরকে মারার ফলে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা যায়। আর সেই ক্ষততে সেভলন ক্রিম না লাগিয়ে লাগানো হয়েছে লবন আর মরিচের গুড়া।