কী লাগতে পারে আবেদন জমা দিতে এবং যোগ্যতাই বা কি হবে?



 
পুলিশে শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরি দেয়া প্রসংগে আগের খবরটি নিম্নরুপঃ

আগেই উপদেষ্টা আসিফ ঘোষনা করেছে ছাত্রছাত্রীদের পুলিশে চাকরি দেয়া হবে পার্ট টাইমে।
কারা পাবে এই জব এবং কিভাবে এপ্লাই করবেন তা সরকারের পক্ষ থেকে কিছুই এখনো সেভাবে ক্লারিফাই করা হয়নি।  তবে যেহেতু উপদেষ্টার নিকট থেকে ঘোষনা এসেছে সেহেতু অতি শীগ্রয় শুরু হবে এই নিয়োগ




উল্লেখ্য যে, পুলিশে পার্ট টাইম এই চাকরি কারা পাবেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। শুধু তাই নয়, কবে থেকে এই নিয়োগ শুরু হতে পারে সেটাও অনিশ্চিত।
তবে এত কিছুর পরেও ছাত্রছাত্রীরা সরকারভাবে নতুন রকম পার্ট টাইম কাজের যে অফার পেয়েছেন সেটাই অনেক বড় বলে মনে করেন অনেকেই।
কিছুদিনের মধ্যেই আবেদনের নিয়ম সহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই প্রত্যাশায় আছে সকলে।

Previous Post Next Post

Contact Form